candle on black background
Poetry

প্রাপ্তি

অন্ধকারে দেখিতে পারিনি মোরে
যুগে যুগে করেছি কত সন্ধান ।
শব্দ অনেক ছিল, অর্থ পাইনি খুঁজে
বৃথা ছিল বেদ গীতা ও পুরান ।

জ্বালালে প্রদীপ মোর অন্তরে তুমি
ধরিলে আয়না ভাবনার অবশেষে।
প্রশ্ন, অভিযোগ, দুঃখ, বেদনা
হারিয়ে গেল সবই নিমেষে ।

তোমার স্পর্শে অন্ত সাধনা
দিলে মুক্তি, দিলে চির সুখ ।
তোমার আলোতে হলো প্রকাশিত
আমার এই দিব্যরূপ ।